১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

চবিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে ২টি ট্রেন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো দুটি শাটল ট্রেন বৃদ্ধি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আবারও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সময়সূচি শুধুমাত্র ভর্তি পরীক্ষা চলাকালীন (আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত) কার্যকর থাকবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহকারী-প্রক্টর লিটন মিত্র  বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরিক্ষার্থীদের সুবিধার জন্য আরো এক জোড়া ট্রেন বাড়ানো হয়েছে । ফলে পূর্ব-ঘোষিত ট্রেনের সময়সূচিতেও কিছুটা পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় অভিমুখী শাটল ট্রেন সকাল ৬টায়, ৬টা ৩০ মিনিটে, ৮টা ১৫ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, দুপুর ২টা ২০ মিনিটে, বিকাল ৪টায় এবং রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং চট্টগ্রাম স্টেশন অভিমুখী শাটল ট্রেন সকাল ৭টা ০৫ মিনিটে, ৭টা ৩৫ মিনিটে, দুপুর ১টা ০৫ মিনিটে, ১টা ৩০ মিনিটে, ৩টা ২০ মিনিটে, বিকেল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় অভিমুখী ডেমু ট্রেন ৯টা ১৫ মিনিটে ও দুপুর ১ টায় চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং চট্টগ্রাম স্টেশন অভিমুখী ডেমু ট্রেন সকাল ১০টা ২০ মিনিটে ও দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, চবিতে এবছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরিক্ষা চারটি ইউনিটে নেওয়া হবে। ‘সি’ ইউনিটের ভর্তি ২৬ অক্টোবর, ‘ডি’ ইউনিটের ভর্তি ২৭ অক্টোবর, ‘বি’ ইউনিটের ভর্তি ২৮ অক্টোবর, ‘এ’ ইউনিটের ভর্তি ২৯ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ