২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫১

মেসি ছাড়াই ৩-০ গোলে জয় পেল বার্সা

স্পোর্টস ডেস্ক:

কোপা দেল রে’র প্রথম লেগে এস্তাদিও নুয়েভ কনসোমিনোতে রিয়াল মুরসিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। নিজের অভিষেক ম্যাচে গোল পেয়েছেন জোসে আন্নাজ।

এদিন বিশ্রামে ছিলেন বার্সেলোনার সুপার স্টোর, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরাড পিকে।

ম্যাচের ৪৪ মিনিটের মাথায় চমৎকার এক হেডের মাধ্যমে মুরসিয়ার গোল কিপারকে বোকা বানিয়ে গোল করেন বার্সার পেকো অ্যালক্যাসা। বিরতির পর সাবেক ইভারটন উইংগার জেরাড দেউলোফেউ ম্যাচের ৫২ মিনিটে একক প্রচেষ্টায় রিয়াল মুরসিয়া জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন ২-০ গোলে। এর চার মিনিট পর নবাগত জোসে আন্নাজ মুরসিয়ার ডিফেন্ডারদের ফাঁক গলিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করে দলে জয় নিশ্চিত করেন। মেসিদের ছাড়া এ ম্যাচে শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা।

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ