বিনোদন ডেস্ক:
‘বর্মী বাহিনী নেমেছে মাঠে, রোহিঙ্গা জানে কে গলা কাটে। শান্তিপদ্মে কী ভীষণ হুম, রোহিঙ্গা জানে রাত্রি নিঝুম। মিডিয়া-ছবিতে অস্ত্র হাতে, গেরুয়াধারীরা অনেক রাত। রোহিঙ্গাদের নিধনে শান্তি, বর্মী বাহিনী নধরকান্তি।’— রোহিঙ্গাদের নিয়ে এমন কথার গানটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের জীবনমুখী গায়ক কবীর সুমন।
‘রোহিঙ্গা’ শিরোনামের গান প্রসঙ্গে সুমন লেখেন, ‘বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক বন্ধু আমার কাছে এমন একটি গান চেয়েছিলেন। তাই একটি গান তৈরি করে ঘরে রেকর্ড করলাম। মাইক্রোফোনে হাওয়ার আওয়াজ এসেছে। আমার শরীর ভালো নয়। গরমে রেকর্ড করা আর সম্ভব নয়। এই রচনা ও রেকর্ডিংয়ের ধ্বনিবৈশিষ্ট্য ও ধ্বনি-উৎকর্ষের চেয়ে রচনাটি বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরো লেখেন, ‘একটি অনুরোধ, আমাকে যদি কেউ সত্যিই ভালোবাসেন, এই ধরনের গান আর করতে বলবেন না। খুব কষ্ট হয়। জীবনের সেরা কাজ আমি এখন করে চলেছি, বাংলা ভাষায় বিভিন্ন রাগে বিলম্বিত ও মধ্য-দ্রুত লয়ে খেয়ালগান তৈরি। এটি ঐতিহাসিক কাজ, যা আর কেউ এই পরিসরে, এই উৎকর্ষ বজায় রেখে, এই সংখ্যায় কোনো দিনই করেননি আধুনিক, সমকালীন বাংলা ভাষায়। আমি জানি, এ জন্য আমাকে আমার জাতি সাধুবাদ দেবে না, বরং অন্য কিছু দেবে। তাতে আমার যায় আসে না। আমি বাঙালি জাতির জন্য কাজটি করছি না, বাংলা ভাষার জন্য করছি। সালাম।’
কবীর সুমনের গানটি শুনতে ক্লিক করুন : রোহিঙ্গা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

