২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

রোববার ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।

রোববার সকালে এক সংক্ষিপ্ত সফরে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রে পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী।

এরপর সন্ধ্যায় ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বেঠক করবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ