১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

সিরাজগঞ্জে গণপিটুনীত ‘চোর’ নিহত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কাজিপুর গণপিটুনীত উজ্জল হাসান (৪৫) নামের এক ‘চোর’ নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত উজ্জল হাসান উপজেলার চরগিরিস ইউনিয়নের চরনাতিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে নাটুয়াপাড়া চর বিভিন্ন বাড়িতে ছাগল চুরি করার জন্য হানা দেয় উজ্জল হাসান। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাকে ধরে গণপিটুনী দেয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ