২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৩

ঢাবির ভর্তি পরীক্ষার আগে সক্রিয় প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে থেকেই প্রতারক চক্র সক্রিয় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চক্রের সঙ্গে যোগাযোগ হয়েছে এই প্রতিবেদকের। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুরো প্রশ্ন তাদের কাছে রয়েছে বলেও দাবি করেছে চক্রটি।

তবে ঢাবি কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন চক্র থাকতেই পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা গ্রহণে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, তাই ওইসব চক্র কোনো কাজ করতে পারবে না। ক্যান্ডিডেট সেজে এই প্রতিবেদকের সাথে ‘আহসানুজ্জামান শাওন’ নামে ফেসবুক আইডির সাথে কথা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ‘৪০০৯’ নম্বর রুমে থাকেন বলে জানান। এই সময় তাকে ক্যান্ডিডেট আছে বলে পরিচয় দিয়ে প্রশ্ন দরকার আছে জানালে তিনি আগ্রহ দেখান। প্রথমে জগন্নাথের ১০০ শতাংশ কোশ্চেন আছে বলে জানান তিনি।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের ‘ক’ ইউনিটের প্রশ্ন চাইলে সাড়ে ৫ লাখ টাকা দাবি করে তিনি জানান ডিভাইসে কাজ করবে। ধরা খাওয়ার পসিবিলিটি কেমন এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, ‘ ধরা খাওয়ার সম্ভাবনা মোটেও নেই। পরীক্ষার আগেই কোশ্চেন দিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে তার দেওয়া নম্বরে ফোন দিলে ফোন রিসিভ করেননি। এরপর তার আইডিতে ঢুকলে দেখা যায়, জহুরুল হক হলের বিভিন্ন ছবি।

লেদার ইঞ্জিনিয়ার ছাত্র লেখা রয়েছে তার আইডিতে। তিনি নিজেকে জহুরুল হক হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদারের গ্রুপের কর্মী জানান। তার সাথে কথাবার্তার স্ক্রিনশটও আছে এই প্রতিবেদকের কাছে।
প্রতারক চক্রের ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ হোসেন  বলেন, বিভিন্নভাবে জালিয়াত চক্র কথা বলবে। কিন্তু তারা এই কাজটি করতে পারবে কিনা সেটা বড় বিষয়। আমরা এ ব্যাপার ডিভাইস নিরোধ যন্ত্র বসিয়েছি। যথেষ্ট পর্যবেক্ষক রয়েছে।

উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে মোট ৮৭টি কেন্দ্রে এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ১ হাজার ৭৬৫ আসনের বিপরীতে ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এতে প্রতি আসনে লড়বেন ৫১ জন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ