২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের কার্যক্রম বন্ধ

দৈনিক দেশজনতা ডেস্ক:

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের যাবতীয় কার্যক্রম ১২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পারস্পারিক দ্বন্দ্ব ও সংঘাত এড়াতে অধিকাংশ সদস্যের মতৈক্যের ভিত্তিতে প্রেস ক্লাবের যাবতীয় কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।

নোটিশে আরও বলা হয়, সংগঠনের অস্তিত্ব ধরে রাখা ও ঐক্য বজায় রাখার স্বার্থে জাতীয় প্রেস ক্লাবের আদলে সমবায় অধিদফতরের ১৯৭৩ সালের ১১ (চ) ধারা মোতাবেক যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সভাপতির খামখেয়ালি আচরণে অধিকাংশ সদস্যের জীবন, সম্পদ ও আত্মমর্যাদা রক্ষার্থে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সব কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হল।

বশির আহমেদ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সভাপতির অদূরদর্শী আচরণ এবং ব্যক্তিগত স্বার্থে অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্লাবের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছি।

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ