সম্প্রতি মেহেরপুরে ‘পোড়ামন ২’ এর শুটিং শুরু হয়েছে। এর অভিনয়শিল্পী তালিকায় দারুণ সব চমক রয়েছে। সর্বশেষ চমক হিসেবে যুক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেতা ফজলুর রহমান বাবু। রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি ও ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ। কয়েকদিন আগে যুক্ত হয়েছেন বাপ্পারাজ। এবার শোনা গেল ফজলুর রহমান বাবুর নাম।
গুণী এ অভিনেতা জানান, ৭ অক্টোবর থেকে ‘পোড়ামন ২’ এর দৃশ্যায়নে অংশ নিচ্ছেন। এ দফায় ১৫ অক্টোবর পর্যন্ত মেহেরপুর থাকবেন। বাবু আরো বলেন, ‘ছবিতে আমি নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছি। দারুণ একটি গল্পের চরিত্রে কাজ করছি। ভালো লাগছে কাজটি করতে পেরে।’ ২৯ সেপ্টেম্বর থেকে মেহেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ছবির শুটিং শুরু হয়েছে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নমনী, আনোয়ারা, সাঈদ বাবু প্রমুখ।
২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। মাহি ও সাইমন সাদিকের অভিনয়ে নির্মিত সিনেমাটি ব্যবসাসফল হয়। সে ধারাবাহিকতায় চার বছর পর শুরু হলো সিক্যুয়ালের শুটিং। মুক্তি পাবে ২০১৮ সালের ভালোবাসা দিবসে। প্রথম কিস্তির মতোই জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ প্রযোজনা করছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

