সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিজিবির হাতে আটক ১৯ রোহিঙ্গা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও বিজিবি। বুধবার সকালে সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করলে পুলিশ তাদেরকে গ্রহণ না করে পুনরায় সাতক্ষীরা ৩৮ বিজিবি হেড কোয়ার্টারে পাঠায়। বর্তমানে রোহিঙ্গরা সেখানে অবস্থান করছে। সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, বিজিবির হাতে আটক ১৯ রোহিঙ্গা দীর্ঘদিন ভারতে বসবাস করতো। তারা নতুন রেহিঙ্গা নয়। তাদেরকে ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। যেহেতু তারা নতুন রোহিঙ্গা নয়, সেক্ষেত্রে পুলিশ তাদের গ্রহণ করবে না। তাদেরকে বিজিবির কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিজিবি তাদেরকে কোথায় পাঠাবে সেটা তাদের ব্যাপার। তারা যদি নতুন রোহিঙ্গা হতো পুলিশ তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করতো।
পদ্মশাখরা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোশাররফ জানান, আটক রোহিঙ্গাদের প্রথমে সদর থানায় পাঠানো হয়েছিল। পুলিশ তাদেরকে গ্রহণ না করায় তাদেরকে বিজিবি হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে ১০ শিশু, ৬ নারী ও তিন পুরুষসহ ১৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবি সদস্যরা। তারা সবাই ভারত থেকে দালালের সহায়তায় বাংলাদেশে এসেছে।
এর আগে তারা ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় মিয়ানমার থেকে ভারতের দিল্লীতে যায়। সেখানে তারা কাজ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লী থেকে বাংলাদেশে চলে এসেছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়া বাসস্ট্যান্ড থেকে ১৩ জন এবং ৩ অক্টোবর কলারোয়ার হিজলদি সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরো ৭ রোহিঙ্গা সদস্যকে আটক করে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

