১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

গুরুতর অসুস্থ ডিপজল, বিকেলে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর ফুসফুসে পানি জমেছে। মঙ্গলবার বিকেলে বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে ‘করোনারি কেয়ার ইউনিট’-এ (সিসিইউ) ভর্তি করেন। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আজ বুধবার সকালে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন চলচ্চিত্র পরিচালক ও ডিপজলের ঘনিষ্ঠজন মনতাজুর রহমান আকবরের সঙ্গে। তখন তিনি ছিলেন হাসপাতালে। আকবর জানান, আজ বিকেলে ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। বেলা ৩টা নাগাদ ডিপজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেবে। তাঁকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তাঁর স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ