১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

শাহজালালে কোটি টাকার সোনা আটক

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে ২ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, বুধবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ২০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন দুই কেজি। উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলেও জানান মইনুল খান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ