১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

বিজ্ঞাপনে তাসকিন-পিয়া

বিনোদন প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ। খেলার মাঠ কাঁপিয়ে অগণিত ভক্তের মন জয় করেছেন তিনি। খেলার পাশাপাশি এ ক্রিকেটারকে মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়। এরই ধারাবাহিকতায় তিনি এবার মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌসি পিয়ার সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

আজ ১৬ সেপ্টেম্বর বিএফডিসিতে এ বিজ্ঞাপনটির দৃশ্যায়নের কাজ করছেন তারা। অ্যাপেক্স জুতার এ বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আদনান আল রাজিব।

এ প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌসি পিয়া বলেন, ‘অ্যাপেক্স জুতার বিজ্ঞাপন করছি। এতে তাসকিনের সঙ্গে কাজটি করছি। বিজ্ঞাপনটির আয়োজন বেশ ভালো। আশা করছি কাজটি ভালো হবে।’

খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানা গেছে। এর আগে জনসচেতনতামূলক বিজ্ঞাপনসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ।

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ