১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

একনজরে ৭টি দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরের দেড় মাস বাকি থাকতেই বেজে উঠেছে দামামা। আজ শনিবার হয়ে গেল প্লেয়ার ড্রাফট। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে কিনে নিল গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখায় এবার প্লেয়ার ড্রাফট তেমন জমজমাট হয়নি। আনুষ্ঠানিকতা শেষে কেমন হলো ৭টি দলের স্কোয়াড? দেখে নিন একনজরে :

ঢাকা ডায়নামাইটস :

স্থানীয় : সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব।

বিদেশি : কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার।

চিটাগং ভাইকিংস :

স্থানীয় : সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান।

বিদেশি : লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনারাবিরা, মিসবাহ-উল-হক।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :

স্থানীয় : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান।

বিদেশি : মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান।

খুলনা টাইটানস :

স্থানীয় : মাহমুদ উল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী।

বিদেশি : জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন,

রাজশাহী কিংস :

স্থানীয় : মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার।

বিদেশি : লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন,

রংপুর রাইডার্স :

স্থানীয় : মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি।

বিদেশি : রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল

সিলেট সিক্সার্স :

স্থানীয় : সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ।

বিদেশি : দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ