১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ঢাবিতে আগামীকাল থেকে দু’দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের উদ্যোগে প্রথমবারের মতো দু’দিন ব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে রোববার। উৎসবেরে প্রথম দিনে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনা ‘টুয়েলভ অ্যাংরি মেন’ মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান।

‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই মূলমন্ত্র ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে থিয়েটারকে ছড়িয়ে দিতে ২০১৬ সালের ১ ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ