১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

অদ্ভুদ জীবন

শিল্পসাহিত্য ডেস্ক:

কবীর হাসান

কপাল পোড়া লোক আমরা,

কোন হানে গিয়া দাঁড়ামু ?

আমাগ সারা শরীরে

ধূলা আর ঘামের গন্ধ,

চামড়ার ভাঁজে ভাঁজে ঢাইকা রাখছি

জীবনের অপ্রাপ্তির মানচিত্র !

চাইয়া চাইয়া দেহি

দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন

নতুন সাজে পুরাতন মুখ

নতুন নতুন আইন, নিয়ম-কানুন

বেবাক কিছু পাইল্টা যায়,

শুধু পাল্টায় না আমাগ জীবন !

এমপি মন্ত্রীদের গাড়ী পাল্টে

থাকার জন্য বাড়ি পাল্টে,

স্বাধীনতার সময়কার মুক্তিযোদ্ধা

অহন বড় কোন চোর-লুচ্চা হইলেও

তাগর পদবী পাল্টে,

শুধু পাল্টায় না আমাগ প্রতি

রাষ্ট্রের দৃষ্টি ভঙ্গি !

দেখতে দেখতে সব মাইনা নিছি

তার পরেও কষ্টে বুক ফাইটা যায়,

যহন দেহি আমাগ ছোট ছোট বাচ্চারা

রাস্তার খাবার কুড়াইয়া খায়

মাথায় ইট দিয়া ফুটপাতে ঘুমায়,

একমুঠো খাবারের লাইগা আমাগ বোনেরা-

প্রতি রাইতে সাইজা উঠে বেশ্যার সাজ,

খারাপ লাগে, কষ্টে বুক ফাইটা যায় !

এই হানে কোন বিচার নাই,

যার যত আছে তার ততই খামখাম,

যার নাই, তার গুলাই হগ্গলে লুইটা খায় !

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ