১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

হলিউডে সবচেয়ে লম্বা মডেলের অভিষেক

বিনোদন ডেস্ক:

বিশ্বের সবচেয়ে লম্বা মডেল রাশিয়ার একাতেরিনা লিজিনা। প্রায় সাত ফুট উচ্চতার এই মডেলের ছবি তোলার জন্য ক্যামেরাম্যানকে উঠতে হয় মই বেয়ে। তার এই উচ্চতার কাহিনী আগেই উঠে এসেছে সংবাদের শিরোনামে। রাশিয়ার পেনজা এলাকার বাসিন্দা একাতেরিনা। ছোট থেকেই উচ্চতা বেশি ছিল তার। ৬ ফুট ৯ ইঞ্চির এই শরীরে সবচেয়ে বেশি লম্বা তার পা। যার দৈর্ঘ্য প্রায় ৫২ ইঞ্চি। খবর: সংবাদ প্রতিদিনের।

ইতোমধ্যে নিজের লম্বা পদযুগলের সৌজন্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে খাতায় নাম লিখিয়ে ফেলেছেন ২৯ বছরের মডেল। এক সময় বাস্কেটবল খেলতেন ২৯ বছরের মডেল। দেশের হয়ে অলিম্পিক গিয়ে ব্রোঞ্জ মেডেলও ছিনিয়ে এনেছেন। পেয়েছেন ‘বিগ ফুট’-এর তকমা। তিনি গোটা রাশিয়ায় বিখ্যাত। এবার হলিউডে অভিনয় করতে চলেছেন একাতেরিনা। তিনি দেখতে-শুনতে এবং কথা বলাতেও বেশ ভালো। তাই সিনেমার অফারটিও পেয়ে গেলেন এই মডেল।

শোনা যাচ্ছে, তাকে রাগবি গার্লস নামে এক হলিউড ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে। নিজের এই উচ্চতা নিয়ে গর্বিত একাতেরিনা। এজন্য তার কোনো সমস্যা হয় না। অন্যান্য মানুষের মতোই তার জীবনের রোজনামচা। স্টার তকমা হলিউডে সুযোগ এনে দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ