১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

সেরা ‘বাংলাবিদ’ ঢাকার নুসরাত সায়েম

নিজস্ব প্রতিবেদক:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘বাংলাবিদ ২০১৭’-এর মহোৎসব। সেরা বাংলাবিদ নির্বাচিত হয়েছেন ঢাকার নুসরাত সায়েম। দ্বিতীয় সিরাজুল আর যৌথভাবে তৃতীয় হয়েছেন রাইসা ও তূর্য।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ফরিদুর রেজা সাগর ও আলী ইস্পাহানিসহ অন্যান্য অতিথিরা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহোৎসব শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পেলেন যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও একটি করে বইয়ের আলমারি পেয়েছেন।

পুরস্কার তুলে দেওয়ার আগে আসাদুজ্জামান নূর কবিতা আবৃত্তি করে শোনান। মন্ত্রী এই অনুষ্ঠান নিয়ে বলেন, ‘বাংলা ভাষার চর্চাকে কেন্দ্র করে এমন একটি অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। আজ আমরা যে মেধাবীদের পেলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে— তারা সামনে আরো অনেক ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস। আমাদের মাতৃভাষার চর্চা আরো বেগবান হোক।’ বেশ কিছু সেগমেন্ট ছিল এই প্রতিযোগিতার শেষ পর্বে। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন। রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি’ পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রণসংগীত পরিবেশন করেন মাহিদুল ইসলাম। এই সব গানের সঙ্গে ছিল নান্দনিক নৃত্য পরিবেশনা। গানের মধ্য থেকেও প্রশ্ন করা হয় প্রতিযোগীদের।

উল্লেখ্য, ৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ৬ জনকে নিয়েই অনুষ্ঠিত হয় মহোৎসব।। প্রতিযোগীরা হলেন সোয়েব আনিয়াদ খান তুর্য (পাবনা), সিরাজুল আরিফিন (খুলনা), রাইসা সালসাবিল (লক্ষীপুর), নুসরাত সায়েম (ঢাকা), প্রতীক পনতীম (সিলেট) ও সমর্পন বিশ্বাস (খুলনা)। ‘বাংলাবিদ’ পরিচালনা করেন তাহের শিপন। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, শাইখ সিরাজ ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। উপস্থাপনা করেন খায়রুল বাশার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ