১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

রোহিঙ্গাদের পাশে চলচ্চিত্র পরিবার

 

বিনোদন ডেস্ক:

নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মিয়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে চলচ্চিত্র পরিবার ১৮ সেপ্টেম্বর মানববন্ধন করবে।চলচ্চিত্র পরিবার অন্তর্ভুক্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য জানিয়েছেন। মানববন্ধনটি ওইদিন বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। মানববন্ধনে চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সব শিল্পী-কলাকুশলীদের উপস্থিত থাকার হওয়ার আহ্বান জানানো হয়েছে। জায়েদ খান বলেন, ‘আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নামছি। আশা করছি চলচ্চিত্রের মানুষরা না শুধু এর বাইরের মানুষরাও আমাদের মানববন্ধনে অংশ নিবেন।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৬:০১ অপরাহ্ণ