সুনামগঞ্জ প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জ সদরে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ। বৃহস্পিতবার স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিয়ানমারে গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধের জন্য বিশ্বের সকল দেশ মিয়ানমারের অং সান সূ চির উপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনের বক্তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেল পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, প্রবীণ আইনজীবী ও লেখক হোসেইন তওফিক চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফৌজি আরা শাম্মী, সেলিনা আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শাহাব, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল ও এমরানুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর প্রমুখ। এর আগে বেলা ১১ টায় একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ।
দৈনিকদেশজনতা/ আই সি