১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:
সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের কাছে বৃহস্পতিবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩৫জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের জসিম উদ্দিন (২৫), ময়মনসিংহের আতিকুজ্জামান (২৮) এবং একজন অজ্ঞাত (২৫)। আহতদের নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 পুলিশ জানায়, সেনবাগ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল রূপসী বাংলা পরিবহনের একটি বাস। পথে উপজেলার সেবারহাট বাজারের কাছে ফেনী থেকে ছেড়ে আসা যুমনা ক্লাসিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যমুনা ক্লাসিক বাসটি রাস্তার দক্ষিণ এবং রূপসী বাংলা বাসটি রাস্তার উত্তর পাশে খালে পড়ে যায়। নিহতরা সকলেই যমুনা ক্লাসিক পরিবহনের যাত্রী বলে জানা যায়।
 সেনবাগ থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৭:২৮ অপরাহ্ণ