১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

দি গ্লোবাল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ১০০% রপ্তানি ভিত্তিক গার্মেন্টস অ্যাকসেসরিজ উত্পাদন কোম্পানি ০২ জন  পার্সোনাল সেক্রেটারি (পিএস) পদে নিয়োগ করা হবে ।

যোগ্যতা:

-যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর

-বহুজাতিক কোম্পানিতে অনুরূপ পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা

-কম্পিউটার অ্যাপ্লিকেশনে পর্যাপ্ত দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা

-স্মার্ট, যুব, গতিশীল এবং স্ব-প্রণোদিত।

-কাজে নমনীয় এবং অগ্রসরতা।

কর্মস্হল : বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন সীমা : আলোচনা সাপেক্ষ

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ২২, ২০১৭

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা  আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন hrgpipl.81@gmail.com

আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভির সাথে পাসপোর্ট আকারের ছবি যোগ করে উল্লেখিত ঠিকানা বা ইমেলে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা হলো। এক্সিকিউটিভ (এইচআর অ্যান্ড অ্যাডমিন), দ্য গ্লোবাল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চাঁপাপুর, জগন্নাথপুর ইউনিয়ন, আদর্শ সদর, কুমিল্লা।। সেল: ০১৭৫৩০৬০৫৫০

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ