২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি তাদের নেত্রীর কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।
কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ জেলা-মহানগরীতে পোস্টার সাঁটানো হয়েছে। বিএনপি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ উপলক্ষে আলোচনা সভা করবে। দলের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
২০০৭ সালে খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়। সে সময় বিএনপি চেয়ারপারসনকে সপরিবারে দেশত্যাগে বাধ্য করার চেষ্টাও চালানো হয়। কিন্তু তিনি দেশত্যাগ করতে অস্বীকৃতি জানান। তার আপসহীনতায় এবং জনগণের চাপে পিছু হটেছিল সেই সরকার এবং ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয়।
দিবসটি উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া সব অগণতান্ত্রিক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন এবং জনগণ তাকে আপসহীন নেত্রীর অভিধায় অভিষিক্ত করেছে। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তার অবিচল সংগ্রাম চলছে; চক্রান্তকারী কোনো শক্তিই তাকে পরাভূত করতে পারেনি।
তিনি বলেন, বেগম জিয়া সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞ।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৭ ২:১৮ অপরাহ্ণ