১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

সেনাবাহিনীতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার পদে পুরুষ ও মহিলাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্সের অন্তর্ভুক্ত পুরুষ এবং মহিলাদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

কোর্সের নাম : ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

যোগ্যতা :

-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান

-যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫ প্রাপ্ত

-‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেডে উত্তীর্ণ

-অথবা ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও একটিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেডে উত্তীর্ণ

-২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন

-তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ-৫/সমমান থাকতে হবে

বেতন : প্রশিক্ষণকালীণ ক্যাডেটরা মাসিক ১০ হাজার টাকা এবং কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট- এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

আবেদনের সময়সীমা : ০১ অক্টোবর, ২০১৭

আবেদন প্রক্রিয়া :  https://ioinbangladesharmy.army.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://ioinbangladesharmy.army.mil.bd

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ