কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের অভিযানে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জব্দ মালামালগুলোর মধ্যে রয়েছে- ৪৫১ পিস ভারতীয় শাড়ি, ৯৯টি অক্সিজেন ফ্লেক্সি মাউস, ১০০ পিস অ্যারোমিট, ১৫০ পিস পিএমও লাইন, ৮০পিস অক্সিসেট, ২৯৮৫ পিস বীন ও লাইন, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড।
বিজিবি সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর সকালে অনন্তপুর সীমান্ত ও ভারতীয় সেউটি-১ খণ্ডের ৯৪৫ আন্তর্জাতিক সীমান পিলারের পাশ দিয়ে দুইটি অটোরিকশাযোগে চোরাকারবারিরা ভারতীয় মালামালগুলো বাংলাদেশে প্রবেশ করায়। বিষয়টি জানতে পেরে নাগেশ্বরী উপজেলার বিন্নাবাড়ী এলাকায় অটোরিকশার গতিরোধ করে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় পণ্যগুলো জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, জব্দ পণ্যগুলোর মূল্য ২৪ লাখ ২২ হাজার ৬৮৫ টাকা। সেগুলো বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি