২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

বিএনপি নেতা ফারুকসহ ২৯ জনের জামিন

 নিজস্ব প্রতিবেদক:

হাইকোর্ট বনার্তদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ স্থানীয় ১৯ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনায় একই আদালতে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেনসহ ১০ জনকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন। বুধবার জামিন আবেদন শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি আমীর হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সানজিদ সিদ্দিকী। পরে সানজিদ সিদ্দিকী জানান, জয়নুল আবদীন ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় জনৈক আব্দুল আল মামুন মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, জয়নুল আবদীন ফারুকের সঙ্গে মামলার বাদী আব্দুল আল মামুনের দীর্ঘদিনের দলীয় বিরোধ চলছিল। গত ২৯ আগস্ট নোয়াখালীর সেনবাগে বাদী বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গেলে সেখানে আসামিরা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে ও বাধা সৃষ্টি করে। এদিকে গত ১৮ আগস্ট রাঙামাটির কাপ্তাই ওয়াগ্না ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্য সংগ্রহের সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি উল্টে রেখে অবমাননার অভিযোগ এনে গত ২৭ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াগ্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা।

তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ আইন-২০০০ আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তালা ভেঙে আসামিরা হলরুমে প্রবেশ করে এবং দেওয়ালে ঝুলানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টে রেখে সভা করে। ছবি নিয়ে সভায় নানা কটূক্তি করা হয়। এ বিষয়ে আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ আইন-২০০০ আইনটি বাতিল হয়ে গেছে। বাতিল আইনেই মামলাটি দায়ের করা হয়েছে। তাই তাদের জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৪:২৭ অপরাহ্ণ