১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনী জঙ্গি নির্মূলের নামে অভিযান শুরুর পর বাংলাদেশে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দি স্টার অনলাইন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। জাতিসংঘের এক সুত্র জানিয়েছে আগস্টের ২৫ তারিখ থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অভিযান শুরুর পর প্রায় ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘের সুত্র দাবি করলেও তাদের হিসেবে গত অক্টোবর থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ২ লাখ ৩৩ হাজার মানুষ শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের সীমান্ত পুলিশের উপর হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনী দমন অভিযান শুরু করে। নতুন করে অভিযান শুরুর পর মিয়ানমার সরকারের তরফ থেকেই স্বীকার করা হয়েছে, অন্তত ২ হাজার ৬২৫টি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সেনাবাহিনীর অভিযানে ৪ শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ