২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

মৃত্যুবার্ষিকীতে সালমান শাহকে স্মরণ দেশজুড়ে

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর ২১তম মৃত্যুবার্ষিকী বুধবার। ১৯৯৬ সালের এ দিনে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। ভক্ত, সহকর্মী ও স্বজনরা নানা আয়োজনে স্মরণ করবেন এ নায়ককে। দেশব্যাপী দোয়া, মিলাদ, কোরআন খতম ও সালমানের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মানববন্ধনের আয়োজন করেছে সালমান শাহর পরিবার ও সালমান শাহ ঐক্য পরিষদ। ঈদুল আজহায় টেলিভিশন চ্যানেলগুলোতে সালমান অভিনীত একাধিক সিনেমা প্রচার হলেও বিশেষ দিনটিতে নেই তেমন কোনো আয়োজন। উল্লেখ করার মতো একটি অনুষ্ঠান প্রচার করছে মাছরাঙা টিভি।

আরিফিন শুভর অংশগ্রহণে ‘ও আমার বন্ধু গো’ প্রচার হবে রাত ৮টায়। একই চ্যানেলে সকাল সাড়ে ৯টা থেকে প্রচার হচ্ছে সালমান ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’।  এদিকে বিএফডিসির মসজিদে সকাল থেকে কোরআন খতম ও বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ আয়োজনে উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

১৯৯৩ সালে প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান সালমান শাহ। সব মিলিয়ে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার বেশিরভাগই হিট। সালমানের মৃত্যু হত্যা না আত্মহত্যা এ নিয়ে দুই দশক ধরে বিতর্ক চলছে। সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবি দাবি করেন, ‘সালমানকে হত্যা করা হয়েছে’। এরপর তিনি পরস্পরবিরোধী তথ্য দিলেও নতুন করে এ নায়কের মৃত্যুরহস্য আলোচনায় এসেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ