১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

নড়াইলে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী এস এম সুলতান উৎসব

শিল্পসাহিত্য ডেস্ক:

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী এস এম সুলতান উৎসব। এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আয়োজনে মেলার সাংস্কৃতিক মঞ্চে থাকবে দেশাত্ববোধক গান, লোকজ গান, জারিগান, কবিগান, নাচ আর নাটক। এসব কাজে ব্যস্ত রয়েছেন শিল্পকলা একাডেমি, মূর্ছনা, সরগম, বেনুকা গ্রেভ শিল্পী গোষ্ঠী, বাপ্পী স্মৃতি পরিষদ, স্বর্ণকলি সহ অন্তত ৫০টি সাংস্কৃতিক সংগঠন।

সুলতান উৎসব উপলক্ষ্যে সুলতান মঞ্চ ও ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস জুড়ে বসেছে মেলা। এবারের মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা ১০০টি স্টল বসেছে। এছাড়াও থাকছে নাগরদোলা ও চরকীর মতো শিশুদের আনন্দের উপকরণ।

চারদিন ব্যাপী মেলার মূল আকর্ষণ নৌকা বাইচ তো থাকছেই। চিত্রা নদীতে হবে পুরুষ-নারীদের নৌকা বাইচ। ৯ সেপ্টেম্বর চিত্রানদীর শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের সেরা ২২টি নৌকা অংশগ্রহন করবে। ৮ সেপ্টেম্বর সুলতান মঞ্চে বসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এখানে প্রায় হাজার খানেক শিশু চিত্রকর্মে অংশগ্রহন করবে। গত ১০ আগস্ট বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মদিন হলেও শোকের মাস হওয়ায় উৎসব সেপ্টেম্বর মাসে করা হচ্ছে। এছাড়া প্রতিবছর ডিসেম্বর-জানুয়ারি মাসে ৭দিন ব্যাপী আয়োজন করা  হয় সুলতান মেলার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১০:২০ পূর্বাহ্ণ