দৈনিক দেশজনতা ডেস্ক:
বিদেশে বসবাস করলেও দেশের জন্যে প্রবাসীদের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রতিটি প্রবাসীই দেশের জন্যে ভাবেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আর্থসামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে।’ এ মন্তব্য করেছেন লন্ডনে সফররত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শেখ হাসান আরিফ। মঙ্গলবার বিকেলে ইস্টলন্ডনের ব্লাকওয়াল ট্রেডিং এস্টেটের ইউনিট ফাইভের গ্রেন্ড রছিতে গ্রাজুয়েট ক্লাব ইউকে আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, বৃটেন প্রবাসীদের সঙ্গে আমার সম্পর্ক আত্মার। আমি এই লন্ডনে থেকে লেখাপড়া করেছি এখানকার বাঙালি কমিউনিটি সম্পর্কে আমার ধারণা রয়েছে। প্রতিটি প্রবাসীই দেশ নিয়ে ভাবেন।
গ্রাজুয়েট ক্লাব ইউকের প্রেসিডেন্ট অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ এহসানুল হক এবং যুগ্ম-সম্পাদক আজহারুল ইসলাম শিপারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ আনন্দ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, ইউকে আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জালালউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন কারী মোহাম্মদ শাহজাহান। আড্ডায় কবিতা আবৃত্তি করেন কবি নজরুল ইসলাম আকিব, মেনায়ার হোসেন প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ