১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

অপূর্ব-মেহজাবিনের ‘ছাড়পত্র’

বিনোদন ডেস্ক:

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘ছাড়পত্র’ নাটকটি পরিচালনা করেছন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন, আবুল হায়াত, রাশেদ মামুন অপু, স্নিগ্ধা, শ্রাবণ ও সিরাজুল ইসলাম। নাটকের গল্পে দেখা যায়— হঠাৎ কোম্পানির ঢালাও ছাটাইয়ের কবলে পড়ে চাকরি হারায় জিতু। মাকে চিঠি লিখে জানায়, এ মাসে টাকা পাঠাতে পারবে না। এ সময় প্রেমিকা রিয়া তাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বলে। রিয়ার সাথে দেখা করতে যাওয়ার সময় জিতুর পকেটমার হয়। রিয়া জানায়, বাবা তার সাথে দেখা করতে চায়। জিতু নিজের আর্থিক অবস্থা অকপটে রিয়ার বাবাকে বলে। তার চাকরি হারানোর কথাও বাদ দেয় না। সব শুনে তিনি অদ্ভুত প্রস্তাব দেন। প্রস্তাবটা হচ্ছে, জিতুকে একমাত্র মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারেন যদি সব ছেড়ে তার কাছে আসে। অর্থাৎ, মা বা পরিবারের কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না জিতু।

রিয়ার বাবার অদ্ভুত প্রস্তাব শুনে জিতু হতাশ হয়ে পড়ে। এদিকে মা ফোন করে বলে, ‘বাবা, তুই যে ১ হাজার টাকা মানি অর্ডার করেছিস, সেটা পাইছি।’ জিতু বেশ চিন্তায় পড়ে যায়, মানি অর্ডার কে করল

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ