১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

বেপজায় নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩টি শূন্য পদের জন্য চাকরি প্রত্যাশিদের আবেদনপত্র আহ্বান করেছে।

পদের নাম :

সহকারী সচিব, সহকারী ব্যবস্থাপক ( বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন), সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা), সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা, গাড়ি চালক।

সহকারী সচিব : ২ জন

যোগ্যতা :
-ন্যূনতম স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি
-২য় শ্রেণি
-বয়সসীমা ৩০ বছর

বেতন : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন): ৩ জন

-ন্যূনতম ২য় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী
-বিবিএ, এমবিএ ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার।
-বয়সসীমা ৩০ বছর

বেতন : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা): ২জন

-বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী
-বয়সসীমা ৩০ বছর

বেতন : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা : ২জন

-বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি
-হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে তিন বছরের অভিজ্ঞতা
-বয়সসীমা ৩০ বছর

বেতন : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

গাড়িচালক : ৪ জন

-৮ম শ্রেণি পাস
-যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্সপ্রাপ্তরা
-বয়সসীমা ৩০ বছর

বেতন : ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

আবেদনের সময়সীমা : ১৭ সেপ্টেম্বর, ২০১৭

আবেদন প্রক্রিয়া : আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক  প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরমটি www.bepza.gov.bd শীর্ষক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ বরাবরে লিখে ‘জিপিও বক্স নং- ২২১০, ঢাকা’ এর ঠিকানায় পৌঁছাতে হবে। বেপজায় সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৫৫ অপরাহ্ণ