১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার খলাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল আহমদ খলাছড়া গ্রামের মৃত সফিকুর রহমান সফই মিয়ার প্রথম স্ত্রীর ছেলে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, লাকি হোটেল ১ এর মালিক কামাল আহমদকে তার সৎ ভাই জাকির হোসেন ঘুমের মধ্যে মঙ্গলবার সকাল আটটায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ