১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

ঈদে তাহসানের নতুন অ্যালবাম ‘অভিমান আমার

বিনোদন ডেস্ক:

তাহসান জানালেন, ঈদুল আজহার আগেরদিন শুক্রবার (১ সেপ্টেম্বর) নতুন অ্যালবাম ‘অভিমান আমার’ শ্রোতারা শুনতে পাবেন। আর প্রকাশ হচ্ছে জিপি মিউজিক ও সিডি চয়েসের ব্যানারে।

সাতটি গান নিয়ে সাজানো হয়েছে এ গায়কের সপ্তম অ্যালবামটি। ৬টি লিখেছেন তাহসান। একটি গান লিখেছেন ফাজবীর তাজ। ৫টি গানের সুর করেছেন তাহসান। আর দুটির সুর করেছেন সাজিদ সরকার।

এ অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, “অনেক দিন ধরেই একক অ্যালবামের জন্য শ্রোতারা অপেক্ষা করছেন। তারা প্রতিনিয়তই অ্যালবামের খবর জানতে চান। শ্রোতাদের মধ্যে এ অ্যালবাম নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে অনেক। তাদের প্রত্যাশা পূরণের জন্যই সময় নিয়ে গানগুলো করা। প্রেম ছাড়াও বিষয়ভিত্তিক গানও থাকছে ‘অভিমান আমার’-এ।”

ঈদুল ফিতরে বেশ কয়েকটি নাটকে দেখা দিয়েছিলেন তাহসান। ‘অভিমান আমার’-এর জন্য এবারের ঈদে কোনো নাটকে দেখা যাবে এ গায়ক-অভিনেতাকে। এমনকি নেই নতুন সিঙ্গেল বা মিউজিক ভিডিও।

তাহসানের সর্বশেষ একক অ্যালবাম ‘উদ্দেশ্য নেই’ প্রকাশ হয় ২০১৪ সালে। এরপর ‘মন কারিগর’সহ কয়েকটি দ্বৈত, মিশ্র অ্যালবাম ও বেশ কিছু সিঙ্গেলে পাওয়া গেছে তাকে। বরাবরই গানগুলো শ্রোতা পছন্দের শীর্ষে ছিল। এবার আসছে নতুন অ্যালবাম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১:১২ অপরাহ্ণ