১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

কাল থেকে বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আগামীকাল বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে এই বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে।

এবারে সংস্থার ছয়টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী, কাউখালী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। এই নৌ-সার্ভিস চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যাত্রী সমাগম বেশি থাকলে আরও সময় বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বরিশাল বিআইডব্লিউটিসি’র সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে সংস্থার ঈদের বিশেষ স্পেশাল সার্ভিস। এদিন ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় জাহাজ লেপচা ও সন্ধ্যা সাড়ে ৬টায় অষ্ট্রিচ ছেড়ে আসবে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেটের আবেদন অনলাইনে দেয়া হয়েছে। এছাড়া বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র পাঁচটি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো, বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ এবং খিজির-৭। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

 

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১:১১ অপরাহ্ণ