১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

১৭৬ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

আগের দিনের ১ উইকেট ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর প্রথম এক ঘণ্টাতে দুই উইকেট খুইয়েছিলো বাংলাদেশ। তবে বাকিটা সময় আর কোন বিপর্যয় আনতে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনেই টাইগারদের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হাতে রেখে লিড হয়ে গেছে ১৭৬ রানের। এই সেশনে উঠেছে ৮৮ রান।

মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ানদের জোড়া সাফল্য এনে দেন স্পিনার ন্যাথান লায়ন। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে (৪) আউট করার পর তার বলে ২ রান করেই ফিরে যান ফর্ম হারানো ইমরুল কায়েস। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬ বলে ০ নিয়ে ফিরেছিলেন এই ব্যাটসম্যান।

৬৭ রানে তিন উইকেট পড়ে গেলেও চাপ টের পেতে দেননি তামিম ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা। ব্যাক টু ব্যাক ফিফটি করে তামিম অপরাজিত আছেন ৭৬ রানে। অধিনায়ক মুশফিকের ব্যাট থেকে এসে গেছে ভরসা জাগানো ২৫ রান। আরো বড় লিড নিতে তামিমের সেঞ্চুরির অপেক্ষা ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
তাদের চতুর্থ উইকেটের প্রতিরোধ গড়া জুটির আগে খানিকটা বিপদেই ফেলে দিয়েছিলেন ইমরুল। ৩৪ তম ওভারের তৃতীয় বলটা আচমকা লাফিয়ে উঠেছিল। ইমরুল তাতে ব্যাট ছোঁয়ালে বল চলে যায় স্লিপে দাঁড়ানো ডেভিড ওয়ার্নারের হাতে। ওদিকে টেল এন্ডার তাইজুল খুব বেশি সময় টিকবেন এমন আশা ছিলো না। যদিও হালে ব্যাটিং প্র্যাকটিস ভালো করছিলেন। ২২ বলে ৪ রান করা তাইজুল ২৮তম ওভারের প্রথম বলটিতেই পা বাড়িয়ে দিলেন। অসিদের এলবিডাব্লিউর আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার নাইজেল লঙ।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে ২১৭ রানে অল আউট হয়েছিলো অস্ট্রেলিয়া। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা মুশফিক রহীমের দল। প্রথম ইনিংসে সেঞ্চুরি মিসের আক্ষেপ এবার দুর করতে পারবেন ড্যাশিং ওপেনার?

সংক্ষিপ্ত ইনিংস : (তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৩৩/৩ (৫০ ওভার) (তামিম ৭৬*, মুশফিক ২৫*; লায়ন ২/৩৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১৭/১০ (৭৪.৫ ওভার) (রেনশ ৪৫, অ্যাগার ৪১*, হ্যান্ডসকম্ব ৩৩, কামিন্স ২৫, ম্যাক্সওয়েল ২৩, ওয়ার্নার ৮, স্মিথ ৮, ওয়েড ৫, হ্যাজেলউড ৫, খাজা ১, লায়ন ০; সাকিব ৫/৬৮, মিরাজ ৩/৬২, তাইজুল ১/৩২)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬০/১০ (৭৮.৫ ওভার)

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১:০১ অপরাহ্ণ