১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

অগ্রণী ব্যাংকের অনলাইন সার্ভার নষ্ট, ভোগান্তিতে গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে অগ্রণী ব্যাংকের অনলাইন কার্যক্রমের সার্ভার। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সারাদেশে ৯ শতাধিকেরও বেশি শাখার গ্রাহকরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পরই অকার্যকর হয়ে পড়ে ব্যাংকটির অনলাইন সার্ভার।
রাজধানীর মিরপুর শেওড়াপাড়া শাখায় টাকা তুলতে যাওয়া রাশেদুল ইসলাম নামে এক গ্রাহক জানান, সকাল ১০ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পরই অনলাইন সার্ভার নষ্ট হয়ে যায়। এখন পর্যন্ত টাকা তুলতে পারিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১:১৪ অপরাহ্ণ