১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

অভিনেত্রী আনোয়ারাকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বামীর চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিকেলে গণভবনে জনপ্রিয় এই অভিনেত্রীর কাছে চেক হস্তান্তর করা হয়। এ সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

আনোয়ারার স্বামী দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। অথচ বিভিন্ন প্রযোজকের কাছে তিনি বেশ কিছু টাকা পাওনা রয়েছেন। এ টাকাটা পেলে স্বামীর চিকিৎসা করাতে সুবিধা হতো।

এ নিয়ে কিছুদিন আগে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাতে আনোয়ারা জানান, তিনি সাহায্য চান না, বিভিন্ন জনের কাছে পাওনা টাকা পেলে তার জন্য সহায়ক হবে। আর এই পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এরপর তিনি তার ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য। এ্রই ধারাবাহিকতায় আজ তাকে অনুদান দেন প্রধানমন্ত্রী।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ