আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ভূমিধসের ঘটনায় নিহত হাজার ছাড়িয়েছে। দেশটির এক মন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। চলতি মাসের ১৪ তারিখে রাজধানী ফ্রিটাউনে এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রথম দিকে মৃতের সংখ্যা ৪৫০ জন বলে জানায় কর্তৃপক্ষ।
কিন্তু মানবাধিকার ও উদ্ধারকর্মীরা দাবি করেন, ঘটনাস্থলে এখনও ৬ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে, যাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। দেশটির নারী অধিকার বিষয়ক বিভাগের প্রধান জোকোমি মেটজার রোববার জানান, ‘ভূমিধসে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে আমাদের ধারণা। তবে সঠিক সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি।’
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা এখনও কাজ চালিয়ে গেলেও বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। তবে প্রতিদিনই মাটির নিচে মরদেহ মিলছে। প্রাণহানির সঠিক সংখ্যা জানার জন্যে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন স্থানীয় মেথডিস্ট গির্জার রেভারেন্ড বিশপ আমেরিটাস আর্নল্ড। এমন ঘটনার জন্য সরকার দায় এড়াতে পারবে না বলেও নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জানান বিশপ আমেরিটাস। বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এখন থেকেই সরকারকে ব্যবস্থা নিতে হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ