১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মালিবাগ রেল গেইট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নিকটাত্মীয় মো. ফরিদ জানান, সিভিলস সামস নামে নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে শরিফুল পড়ে যান। পরে গুরুতর অবস্থায় উদ্ধার তাকে ১১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত শরিফুল নীলফামারী জেলার জলঢাকা থানার বকশিপাড়া গ্রামের মো. হান্নানের ছেলে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১:২৭ অপরাহ্ণ