১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

পিকেএসএফ-এ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

পিকেএসএফ (PKSF) এর অর্থায়নে পরিচালিত পিপল্স্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সংস্থার (ENRICH/ সমৃদ্ধি) কর্মসূচীর আওতায় শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ENRICH Program Coordinator পদের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যোগ্যতা :

-যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

-উন্নয়নমূলক কাজে চার বছরের অভিজ্ঞতা

-বয়স ৪০ বছর অথবা এর নীচে

কর্মস্হল : কিশোরগঞ্জ (ভৈরব)

বেতন সীমা : আলোচনা সাপেক্ষ

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ৯, ২০১৭

আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙ্গিন ছবি এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত (দুইজন পরিচয়দানকারীর নাম, কর্মস্থল, মোবাইলনম্বরসহ) মোবাইলনম্বরসহ (A4 সাইজের সাদা কাগজে) আবেদনপত্র ‘উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহন করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ