২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৬

শ্রীলঙ্কার পরাজয়ের আতঙ্কেই এই অধঃপতন

স্পোর্টস ডেস্ক:

মাহেলা জয়াবর্ধনের কথা মানলে মেনে নিতে হবে এটাই যা হল শ্রীলঙ্কা এখন ক্রিকেটে এক আঁধার যুগ পার হচ্ছে। ছোটো বড় সবার কাছে লজ্জার হারের পর হার। অধঃপতন এতোটাই যে শ্রীলঙ্কার ক্রিকেটার, বোর্ড, সাবেক ক্রিকেটার, ভক্তরা তাদের প্রিয় দলকে নিয়ে শুধু লজ্জায় নয়, আতঙ্কেও। সামনে আরো কি আছে কে জানে! ১৯৯৬ বিশ্বকাপ জেতা দল শ্রীলঙ্কা। তাদের এই দশা মুরালিধরন-মাহেলা-সাঙ্গাকারা যুগের অবসানের পর শুরু। এখন যা ভয়াবহ বাজে অবস্থায়। আর এসব দেখে সাবেক অধিনায়ক মাহেলার মনে হচ্ছে, পরাজয়ের আতঙ্কের মধ্যে বসবাস করার ফলেই শ্রীলঙ্কার এই অধঃপতন। “আমার মনে হয় দলের আত্মবিশ্বাস খুব নেমে গেছে। পরাজয়ের আতঙ্কের ব্যাপারটি ফিরে এসেছে। তাদের মধ্যে আমি আত্মবিশ্বাস দেখি না, মাঠে তাড়নাটাও দেখি না। দরকার সমস্যাগুলো নির্ধারণ করে দ্রুত সমাধান করা।’

মাহেলা দেখেছেন জিম্বাবুয়ের কাছে কিভাবে লজ্জা পেয়ে ওয়ানডে সিরিজ ঘরের মাঠেই হারলো লঙ্কান দল। একমাত্র টেস্টটি তারপর কোনোমতে জিতলো। এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ পদত্যাগ করলেন। শ্রীলঙ্কা তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব পার হতে পারেনি। এরপর ভারতের কাছে নিজের ঘরে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ যা নিঃশর্ত আত্মসমর্পন। কোনো লড়াই নেই যার দুটিতে ইনিংস ব্যবধানে বড় হার। শ্রীলঙ্কার খুব বাজে হার দিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে।

একটি সাক্ষাতকারে লঙ্কান কিংবদন্তি ব্যাটার মাহেলা ভারতের বিপক্ষের টেস্ট সিরিজের পোস্টমর্টেম করতে গিয়ে বলেছেন, ‘ভারতের বিপক্ষে হোয়াইটওযাশের কথা বলতে গেলে ওখানে আমাদের সব বিভাগ ব্যর্থ হয়েছে। আমি নিশ্চিত, ছেলেরা টেস্ট সিরিজের এমন পারফরম্যান্সে খুব হতাশ। তাদের এক নম্বর দলের বিপক্ষে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ ছিল। কিন্তু ওরা পরিস্থিতি ঠিক মতো সামলাতে পারলো না । উইকেটে তেমন কোনো সমস্যা না থাকার পরও প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বারবার ডুবেছে। আর বোলিংয়ে তারা ২০ উইকেট নিতে পারবে এমনটা কখনো মনেই হয়নি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৪:৩৭ অপরাহ্ণ