রাজশাহী প্রতিনিধি:
২০১৭ সালের রাজশাহী শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাবোর্ড পুনঃনিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১৬ জনের ফলাফল প্রকাশ করেছে। এতে মোট শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন ও এ গ্রেড পেয়েছে ২৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার ও উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) লিটন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশ করা হয়। শুধুমাত্র পরিবর্তিত ফলাফল বোর্ড সভায় অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুনঃনিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১৬ জনের ফলাফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। এতে ৪৪ জন জিপিএ-৫ ও এ গ্রেড পেয়েছে ২৪ জন শিক্ষার্থী। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যাদের ফলাফল অপরিবর্তিত রয়েছে তাদের পূর্ব প্রকাশিত ফলাফল বলবৎ থাকবে। এর আগে গত ২৪ জুলাই থেকে অনলাইনে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ এবং ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন শেষ হয়।
দৈনিকদেশজনতা/ আই সি