১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

টিএসসিতে রাজ্জাক-ববিতার ‘পীচ ঢালা পথ’

বিনোদন ডেস্ক:

রাজ্জাক-ববিতার ‘পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রঙ ভরা এই শহরে যতই দেখেছি, গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।’— বাংলা সিনেমার জনপ্রিয় এ গানটি এখনো মুখে মুখে ফেরে। বন্যার্তদের সহায়তায় আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে সেই সিনেমা ‘পীচ ঢালা পথ’ প্রদর্শিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি উদ্যোগটি নিয়েছেন । ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শনী হবে। টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। ‘পীচ ঢালা পথ’ সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাকের ক্যারিয়ারে আলোচিত একটি সিনেমা। সিনেমাটিতে এহতেশাম পরিচালিত আর নায়িকা ছিলেন ববিতা। দর্শক ওইদিন সকাল ১১টায় ‘পিচ ঢালা পথ’ দেখতে পাবেন । বেলা ২টায় ফাখরুল আরেফিন খান পরিচালিত ও পরমব্রত চট্টোপাধ্যায়-অপর্ণা ঘোষ অভিনীত ‘ভুবন মাঝি’ প্রদর্শিত হবে। বিকাল ৫টায় থাকছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এতে অভিনয় করেছেন পরমব্রত ও আশনা হাবিব ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির পক্ষ থেকে জানানো হয়,  প্রদর্শনীর প্রবেশ মূল্যের পুরো অংশই বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ