১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

সরকার বিনা ভোটে ক্ষমতায় আসতে ব্যস্ত

লালমনিরহাট প্রতিনিধি:  

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম সরকার অভিযোগ করেছেন বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে কিভাবে জোর করে বিনা ভোটে ক্ষমতায় আসা যায় তা নিয়ে ব্যস্ত। তিনি বুধবার সকালে লালমনিরহাট সদর উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণের সময় একথা বলেন। আব্দুস সালাম বলেন, সরকার আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতিকেও এমনকি পারলে মারে। এসময় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু’র নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলটি লালমনিরহাটে বন্যায় ডুবে নিহত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী ইয়াসিন আলী মোল্লা, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সফু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ