২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪৯

সৌদিতে ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) এই হজযাত্রীদের মৃত্যু হয়। এর মধ্যে রংপুর সদরের বাসিন্দা মো. আবদুর রাজ্জাকের বয়স হয়েছিল ৫৭ বছর। তার পাসপোর্ট নম্বর ওসি ০১৬০৭০২। তার পিলগ্রিম নম্বর ৮০৭৯৯০১। অন্যজন হলেন জামালপুর সদরের বাসিন্দা মো. দানেশ আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৯৫০৮৬। তার পিলগ্রিম নম্বর ১০২৯০৬৮। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে মক্কায় ১৬ ও মদিনাতে ৫ জনসহ মোট ২১ জন মারা গেছেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ