১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

যুদ্ধ দেখেছ, যুদ্ধ ?

শিল্পসাহিত্য ডেস্ক:

যুদ্ধ দেখেছ, যুদ্ধ ?
ক’টা যুদ্ধ তুমি দেখেছ
দেশ বিভাগের যুদ্ধ
ভাষা অধিকারের যুদ্ধ
স্বাধীনতার যুদ্ধ ?
দেখনি ? ওহ্ ! সংবাদ পত্রে পড়েছ
ইতিহাস পড়েছ অনেক
ঐতিহাসিক যুদ্ধ নিয়ে
নির্মিত চলচিত্র দেখেছ
দেখেছ অনেক প্রামান্য চিত্র ।
তাহলে চলো আজ
তোমাকে যুদ্ধ দেখাব, অন্যরকম যুদ্ধ ।
বানভাসি মানুষের জীবন যুদ্ধ
এক চাষীর ঘাম ঝরার যুদ্ধ
শত শত মানুষের জীবন রক্ষার
ডুব সাঁতারের যুদ্ধ ।
তুমি কি দেখেছ কোন চাষীর
সকাল সাঁজে রৌদ্র তাপে রুক্ষ
মাটির বুক চিরে ফসল ফলানোর যুদ্ধ ?
তুমি কি শুনেছ কখনো
লাঙ্গল কোদালের বুক ফাটা আর্তনাদ ?
তুমি কি জান কত গ্যালন ঘাম ঝরেছে
কঙ্কালসার কোদালের কোপে কোপে
কত কিলো ক্যালরি খরচ হয়েছে
সে ধান গোলায় তুলতে ?
জাননা সে সব , দেখওনি কোন দিন
অথচ চেয়ে দেখো রক্ত জল করা
সে ফসল ভাসে বানের জলে
ভেলায় তুলে টেনে নিয়ে চলেছে চাষী
নির্লিপ্ত ললাটের লিখন খন্ডাতে
একবেলার অন্ন সংস্থান করতে শিশুরা
নেমেছে ডুব সাঁতারের যুদ্ধে, এ যুদ্ধ
জীবন রক্ষার যুদ্ধ , টিকে থাকার যুদ্ধ।
তোমার কি মনে হয় দেশ বিভাগের যুদ্ধ ,
ভাষার যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ
এই যুদ্ধের চেয়েও বড় ?
তাহলে দেখে যাও,লিখে নাও ইতিহাস
বেঁচে থাকার ইতিহাস
টিকে থাকার ইতিহাস
সমরাস্ত্র বিহীন জীবন যুদ্ধের
অন্যরকম ইতিহাস ।
প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ