নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছায় এনজিও’র কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে অপমানে লিপি বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের ইকবল হোসেনের স্ত্রী। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
তার পারিবারিক সূত্র ও প্রতিবেশীরা জানান, সাংসারিক খরচ ও মেয়ের বিবাহ দেওয়ার জন্য লিপি বেগম বিভিন্ন এনজিও থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ নেন। সম্প্রতি তার শ^শুর কিছু জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করে দেন। কিন্তু বাকি টাকার জন্য এখন প্রতিদিনই বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা এসে টাকার জন্য চাপ দিচ্ছে। অনেকে গালিগালাজ করছে বলেও জানান প্রতিবেশিরা। এ অবস্থায় টাকার কোন সুরাহা করতে না পেরে রোববার দুপুরের দিকে নিজ ঘরের আড়াই গলায় দড়ি দেন লিপি বেগম।
বিকেল পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন বন্ধ ঘরের দরজা ভেঙ্গে দেখে ভিতরে তার লাশ ঝুলতে দেখে। সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানা কম্পাউন্ডে রেখেছে।
আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার সোমবারের ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল বলেন, এনজিও’র ঋণের কিস্তি দিতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে আমিও শুনেছি।
দৈনিক দেশজনতা /এমএইচ