১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫০

মেরাজের ইবাদত বাসায় করার আহ্বান

শবে মেরাজের রাতে মসজিদে মিলাদ হয়, মুসল্লিরা নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেন। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনও করে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতো। এবার কোনও আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, সরকার গণজমায়েত করতে মানা করেছে। এ কারণে খুব জরুরি প্রয়োজন না হলে আমরাও কোনও মিটিং করছি না। এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে বায়তুল মোকাররমে কোনও আয়োজন নেই। মুসল্লিদের কাছে অনুরোধ, তারা যেন ফরজ নামাজ শেষ করে বাসায় নফল ইবাদত করেন।

তবে এ সংক্রান্ত কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ইসলামিক ফাউন্ডেশন। এর আগে শুক্রবার বিজ্ঞপ্তিতে জুমার নামাজের জন্য বাসায় থেকে ওজু ও সুন্নত নামাজ পড়ে যেতে অনুরোধ করা হয়েছিল।

প্রকাশ :মার্চ ২২, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ