১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

মিথিলার নাটক ‘ডিভোর্স’

নিজস্ব প্রতিবেদক:

বাস্তব জীবনে তাহসান-মিথিলার সংসার ভেঙে যাওয়ার খবর সবার জানা। সংসারের ইতি টেনে এখন তারা ব্যস্ত তাদের নিজ নিজ কাজ নিয়ে। তাহসান ব্যস্ত তার নতুন অ্যালবাম তৈরী করতে আর সমান তালে নাটকে অভিনয় করে চলেছেন মিথিলা।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঈদের একটি নাটকে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘ডিভোর্স’। দাম্পত্য জীবনে কলহের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সম্প্রতি নাটকের শুটিংও সম্পন্ন হয়েছে।

নির্মাতা সিহাব শাহীন বলেন, ‘সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে নাটকটি। এটা কারও জীবনের কোনো ঘটনার সাথে মিলিয়ে নয়। আমাদের সবার মধ্যেই সমস্যা থাকে। সমস্যাগুলো নিজেরা বুঝে নিয়ে বোঝাপড়া করলেই ঠিক হয়ে যায়। আর যদি তা না করা যায় তাহলে দূরত্ব বাড়তেই থাকে। এটাই মূলত ‘ডিভোর্স’ নামের মূল উপজীব্য।’

‘ডিভোর্স’ নাটকে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নির্মাতা সূত্রে জানা গেছে, কোরবানির ঈদে এই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ