১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

লংগদুর ঘটনায় তদন্ত কমিশন কেন নয়

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে আদালতের আদেশের পর কমিশন গঠনের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে তা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) এলাকায় যুবলীগের লংগদু সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়।

পরদিন ময়নাতদন্তের পর নয়নের লাশ লংগদু উপজেলা সদরে নেওয়ার পর বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। এক পর্যায়ে তিনটিলা পাড়া, বাত্যাপাড়া, উত্তর ও দক্ষিণ মানিকজুড় ও বড়াদম এলাকায় পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ